Books

বই পরিচিতি:
স্রোতস্বিনী নদীর মতাে বয়ে যাওয়া শব্দের কথামালা দিয়ে সাজানাে এ বইয়ের প্রতিটি কবিতা। গ্রহণক্ষমতার মাত্রাভেদে কবিতাগুলি বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত। ফলে এর আবেদন পাঠান্তে ফুরিয়ে যায় না। অন্যদিকে, কবিতায় ব্যবহৃত শব্দ, উপমা, চিত্রকল্প, কল্পচিত্র পাঠিককে সমানভাবে আকৃষ্ট করে। পাঠকের রুচিভেদে, পাঠকের বিচিত্র কয়েদখানা আমাদের এই সমাজের কথাই বলে। বলে দৈনন্দিন জীবনযাপনের যন্ত্রণাক্লিষ্ট টানাপােড়েনের কথা। আটকে পড়া যে সময়ে আমরা বসবাস করি তার সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গের সমন্বয়ে নির্মিত হয়েছে অনবদ্য এই কবিতাগ্রন্থ।
স্রোতস্বিনী নদীর মতাে বয়ে যাওয়া শব্দের কথামালা দিয়ে সাজানাে এ বইয়ের প্রতিটি কবিতা। গ্রহণক্ষমতার মাত্রাভেদে কবিতাগুলি বহুমাত্রিক ব্যঞ্জনায় উদ্ভাসিত। ফলে এর আবেদন পাঠান্তে ফুরিয়ে যায় না। অন্যদিকে, কবিতায় ব্যবহৃত শব্দ, উপমা, চিত্রকল্প, কল্পচিত্র পাঠিককে সমানভাবে আকৃষ্ট করে। পাঠকের রুচিভেদে, পাঠকের বিচিত্র কয়েদখানা আমাদের এই সমাজের কথাই বলে। বলে দৈনন্দিন জীবনযাপনের যন্ত্রণাক্লিষ্ট টানাপােড়েনের কথা। আটকে পড়া যে সময়ে আমরা বসবাস করি তার সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গের সমন্বয়ে নির্মিত হয়েছে অনবদ্য এই কবিতাগ্রন্থ।