Books
বই পরিচিতি:
ভূতত্ত্ববিদ জয় আহমেদ আকস্মিকভাবে ক্ষুদে চোর গিঠঠুর মুখােমুখি হয়। গিঠঠুকে তাড়া করেছে কক্সবাজারের সন্ত্রাসীদের নেতা ডা. জামশেদ আর তার দলবল। গিঠঠুর কাছে নাকি এমন একটা অদ্ভত কিউব আছে যা পেলে যে কেউ অতিমানবিক শক্তির অধিকারী হয়ে উঠবে। দুর্ঘটনাক্রমে সেই কিউবটা জয়ের শরীরে মিশে যায়। নিজের অজান্তেই জয় হয়ে ওঠে অপরিসীম শক্তির অধিকারী। গিঠঠু কিউবের রহস্য ভেদ করার ছলে ডা. জামশেদ আর তার দলবলকে নিয়ে যায় পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে। সেখানে অকল্পনীয় সব পরিস্থিতির মুখে পড়ে তারা সবাই! জয় কি পারবে এই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে?
লেখক পরিচিতি:
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, সোমো সিরিজ, ধাঁধা ইত্যাদি। বর্তমানে তিনি দ্যা বিসনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
ভূতত্ত্ববিদ জয় আহমেদ আকস্মিকভাবে ক্ষুদে চোর গিঠঠুর মুখােমুখি হয়। গিঠঠুকে তাড়া করেছে কক্সবাজারের সন্ত্রাসীদের নেতা ডা. জামশেদ আর তার দলবল। গিঠঠুর কাছে নাকি এমন একটা অদ্ভত কিউব আছে যা পেলে যে কেউ অতিমানবিক শক্তির অধিকারী হয়ে উঠবে। দুর্ঘটনাক্রমে সেই কিউবটা জয়ের শরীরে মিশে যায়। নিজের অজান্তেই জয় হয়ে ওঠে অপরিসীম শক্তির অধিকারী। গিঠঠু কিউবের রহস্য ভেদ করার ছলে ডা. জামশেদ আর তার দলবলকে নিয়ে যায় পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে। সেখানে অকল্পনীয় সব পরিস্থিতির মুখে পড়ে তারা সবাই! জয় কি পারবে এই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে?
লেখক পরিচিতি:
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, সোমো সিরিজ, ধাঁধা ইত্যাদি। বর্তমানে তিনি দ্যা বিসনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।