Books
বই পরিচিতি:
হাসি ছাড়া জীবন চলে না। আবার অকারণে হাসির কোন অর্থ নেই। দুই পকেট হাসিহয়ে উঠবে আপনার অফুরন্ত হাসির উৎস। এর পাতায় পাতায় শুধুই মজা। পেটে খিল ধরানো অনবদ্য সব কৌতুকের সাথে মজার মজার কার্টুন এঁকেছেন জনপ্রিয় কার্টুনিস্ট কাওছার মাহমুদ। এই বই পড়লে পাঠক শুধু হাসবেন না, হাসতে বাধ্য হবেন।
লেখক পরিচিতি:
কাওছার মাহমুদ। জন্ম : ১৯৭৫ সালে, পাবনায়। প্রথম স্কুল : আরএম একাডেমি। বর্তমানে পৈতৃক নিবাস নাটোর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে কলকাতার কুলু ক্রিয়েটিভ সোসাইটিতে ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে অধ্যয়নরত। আঁকাআঁকি শুরু প্রথম আলোতে। এর পর দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকালে কার্টুনিস্ট হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরে সিনিয়র কার্টুনিস্ট হিসেবে কর্মরত।
হাসি ছাড়া জীবন চলে না। আবার অকারণে হাসির কোন অর্থ নেই। দুই পকেট হাসিহয়ে উঠবে আপনার অফুরন্ত হাসির উৎস। এর পাতায় পাতায় শুধুই মজা। পেটে খিল ধরানো অনবদ্য সব কৌতুকের সাথে মজার মজার কার্টুন এঁকেছেন জনপ্রিয় কার্টুনিস্ট কাওছার মাহমুদ। এই বই পড়লে পাঠক শুধু হাসবেন না, হাসতে বাধ্য হবেন।
লেখক পরিচিতি:
কাওছার মাহমুদ। জন্ম : ১৯৭৫ সালে, পাবনায়। প্রথম স্কুল : আরএম একাডেমি। বর্তমানে পৈতৃক নিবাস নাটোর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে কলকাতার কুলু ক্রিয়েটিভ সোসাইটিতে ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে অধ্যয়নরত। আঁকাআঁকি শুরু প্রথম আলোতে। এর পর দৈনিক ইত্তেফাক, দৈনিক সমকালে কার্টুনিস্ট হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরে সিনিয়র কার্টুনিস্ট হিসেবে কর্মরত।