Books

You can get information of our published books.
Books
জীবন ও প্রকৃতির গল্প
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২২
পৃষ্ঠা : ১৫২
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ২৭৫ টাকা

Buy Link

বই পরিচিতি:
নিসর্গের চিরন্তন ছবি কথাশিল্পের ক্যানভাসে। সর্বাত্মক সফলভাবে নির্মাণ করে বাংলা গদ্যসাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়েছেন ব্যতিক্রম। প্রাত্যহিক জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয়টিও তিনি গভীর মমতায় তুলে এনেছেন তাঁর লেখায় শুধু উপন্যাস নয়, তার লেখনীর এই বিশেষ বৈশিষ্ট্যটি প্রতিভাত হয়েছে ছোটোগল্পে একইসাথে প্রকৃতির রূপ-রস-গন্ধে তার শিল্পীসত্তা লালিত হয়েছে চিরকাল। গভীর অরণ্য কিংবা পল্লির সামান্য তৃণলতার সৌন্দর্য তিনি শুধু নিজেই উপভোগ করেননি, পাঠকের সামনেও সেই মনোরম রূগটি তুলে ধরেছেন। তার সৃষ্টিশীল কলমের মাধ্যমে। নিভৃতচারী বিভূতিভূষণের রচনায় নিসর্গ রূপায়ণের সাথে বাংলার আবহমান চালচিত্র ও মানবজীবনের অন্তর্লীন সত্তার এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে। সাহিত্য সমালোচকরা একবাক্যে স্বীকার করেন যে বিভূতিভূষণের শিল্পবিশ্ব প্রকৃতির বিচিত্র রূপ-রস-অনুভূতির আনন্দে সর্বক্ষণ বিহ্বল ছিল। প্রকৃতিকে সামনে রেখে রচিত তার অসংখ্য কালজয়ী ছোটোগল্পের মাঝ থেকে বেছে নেওয়া একগুচ্ছ ছোটোগল্পের ভিন্নধর্মী আয়োজন- জীবন ও প্রকৃতির গল্প। আগ্রহী গাঠকের মনোজগতে নিবিড় আনন্দের আলোড়ন তুলবে এই গল্পসংগ্রহটি।

লেখক পরিচিতি:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। । প্রখ্যাত এই সাহিত্যিক ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন, তবে তাঁর পৈতৃক নিবাস ছিল যশোর জেলায়। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। খ্যাতিমান এই সাহিত্যিক ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন।