বইটির বিবরণ
পাগল বিজ্ঞানী ড. নাজমুল আলম ওরফে 'না' মন নিয়ন্ত্রক একটা যন্ত্র তৈরি করেছে। এটা যখন বেসিকের ওপর প্রয়োগ করা হলো তখন দেখা গেল, তা মোটেও মন নিয়ন্ত্রণে সক্ষম নয়! বেসিক আস্তে আস্তে টের পেল তার শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সে আসলে একজন সুপারহিরো হয়ে গেছে। এই যন্ত্রের কার্যক্ষমতা দেখে ড. নায়ের পিয়ন টাউয়া- একটা প্রাক্তন ছিঁচকে অপরাধী- গোপনে নিজের ওপর সেই যন্ত্র প্রয়োগ করে। টাউয়া কিন্তু অস্বাভাবিক শক্তি পেল না, বরং সে তার শরীরকে ভাগ ভাগ করার ক্ষমতা পেল। এই ক্ষমতা নিয়ে টাউয়ার অপরাধের জোয়ার শুরু হলো! এদিকে বেসিক সুপারহিরো হতে চায় না। ড. তাকে স্বাভাবিক মানুষে ফেরত আনতে গিয়ে উলটো হিল্লোল আর রিয়াকে আক্রান্ত করে ফেলে। সেই সাথে আক্রান্ত হয় কয়েকটা খারাপ লোক, যারা সুপারভিলেনে পরিণত হয়ে বিভিন্ন অপরাধ শুরু করে। বেসিক আর তার বন্ধুরা মিলে পারবে কি এইসব উৎপাত থেকে ঢাকা শহরকে বাঁচাতে?
লেখকের পরিচিতি
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, সোমো সিরিজ, ধাঁধা ইত্যাদি। বর্তমানে তিনি দ্যা বিসনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।