নতুন সিলেবাস ও প্রশ্নকাঠামো অনুসারে Main Text (English for Today)-এর প্রতিটি Lesson-এর ওপর পযআপ্ত Vocabulary, Text-এর উড়বচারণ ও অনুবাদসহ যাবতীয় Exercise-এর উত্তর সংযোজন করা হয়েছে।
সিলেবাসভুক্ত সকল Seen Comprehension-এর ওপর পযাঅপ্ত MCQ, Short Answer Question ও Vocabulary Test সংযোজন করা হয়েছে। অনুশীলনকে আরও সহজ ও বোধগম্য করতে MCQ-এর সাথে রয়েছে সহায়ক ‘Hints’।
Model Question ও Supplementary অংশে রয়েছে পরীক্ষায় কমন উপযোগী উল্লেখযোগ্য সংখ্যক Unseen Comprehension, যেগুলো বাছাইয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরামর্শের পাশাপাশি বিগত বোর্ড পরীক্ষা ও সেরা কলেজসমূহের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
Grammar যেহেতু অনুশীলন নির্ভর, তাই সিলেবাসভুক্ত প্রতিটি Grammar আইটেমের আলোচনা শেষে Continuous ও Summative Assessment-এর জন্য রয়েছে পযাঅপ্ত সংখ্যক Exercise ও Exam Preparation।
কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত বিএমটির সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে বোর্ড পরীক্ষার উপযোগী Summative Assessment ও Continuous Assessment-এর মডেল টেস্ট দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নপত্রের ওপর ঘরে বসে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ প্রস্তুতি যাচাই করতে পারবে।
শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিতে বইটির শেষে দেওয়া হয়েছে কারিগরি বোর্ডের বিগত সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর।