কার্টুন ও কমিক্স মেলা ২০২৫

কার্টুন ও কমিক্স মেলা ২০২৫

বেঙ্গল বই, ধানমন্ডি, ঢাকা

১৬-২০ ডিসেম্বর, ২০২৫ | বিকেল ৩টা থেকে রাত ৯টা

কমিক্সপ্রেমীদের জন্য সুখবর! গত বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে ‘কমিক্স ও কার্টুন মেলা’। আর বেঙ্গল বই ও ঢাকা কমিক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় ৮টি প্রকাশনার সঙ্গে অংশ নিচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্সও। ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা— ধানমণ্ডির বেঙ্গল বই প্রাঙ্গণ মেতে উঠবে কমিক্স আর কার্টুনপ্রেমীদের পদচারণায়। মেলায় থাকছে পাঞ্জেরী প্রকাশিত বেসিক আলী, বাবু সহ পাঠকপ্রিয় নানা কমিক্স ও কার্টুন বই। সেই সঙ্গে উপভোগ করা যাবে আকর্ষণীয় কর্মশালা, লাইভ ক্যারিকেচার এবং আরও অনেক চমকপ্রদ আয়োজন। তাহলে কমিক্সপ্রেমীরা চলে আসুন বেঙ্গল বইয়ে আর হারিয়ে যান কমিক্সের এক ভিন্ন, প্রাণবন্ত ভুবনে।