বইটির বিবরণ
ভূতের গল্প শুনলে কার না গা ছমছম করে! ভূত সত্যিকার অর্থে থাকুক আর না থাকুক ভূতের ভয় কিন্তু আছে। ভূতের বাস আমাদের কল্পনায়। আর তাই ভূতের কোনাে নির্দিষ্ট চেহারা নেই। একেক ভূত দেখতে একেক রকম। এই বইয়ের ভূতগুলাে কিন্তু খুবই ভয়ংকর!