বইটির বিবরণ
এই বই বড় ভূতের গল্পে ভর্তি। প্রতিটি গল্পেই এমন সব ভুত হাজির হয়েছে, পড়তে শুরু করলে গা ছম ছম করবেই। গভীর রাতে একা একা পড়লে ব্যাপক ভয় পাওয়ার সম্ভাবনা। একা ঘরে ঘুমাতে অবশ্যই ভয় লাগবে। মনে হবে ভুত এসে মাথার কাছে দাঁড়িয়ে আছে, নয়তাে পায়ের কাছে। তার পরও এই বই শেষ না করে ওঠা যাবে না।