বইটির বিবরণ
ভাষিক যোগাযোগে বিভ্রাটহীন অর্থ-দ্যোতনা প্রদান এবং শ্রুতিমাধুর্য রক্ষায় যতিচিহ্ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গুরুত্বপূর্ণ হলেও বাংলায় যতিচিহ্ন নিয়ে সংশ্লিষ্টজনদের তেমন মনোযোগ লক্ষ করা যায় না। বিষয়টি অনেকটাই অবহেলিত। যতিচিহ্নের সংখ্যা নিয়ে রয়েছে নানা মত। প্রয়োগের ক্ষেত্রেও দেখা যায় ভিন্নতা ও যথেচ্ছাচার। তাই সাধারণ লেখক-পাঠকদের মধ্যে যতিচিহ্নের ব্যবহার আর বৈশিষ্ট্য নিয়ে বিভ্রান্তি অনেকটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অথচ সার্থক ভাষিক যোগাযোগ এবং বলা ও লেখায় শৈল্পিক সৌন্দর্য প্রতিষ্ঠায় যতিচিহ্নের আদর্শ প্রয়োগ অপরিহার্য। যতিচিহ্নের গতি-প্রকৃতি গ্রন্থে যতিচিহ্নের বিদ্যমান বিভ্রান্তি দূর করে এর বৈশিষ্ট্য ও প্রয়োগের একটি আদর্শ রূপ দেওয়ার প্রয়াস নিহিত।