বইটির বিবরণ
ডা পার্সি এলেন শার্লক হােমসের কাছে অদ্ভুত এক রহস্যের কথা জানাতে। তার কাছে রােগী নিয়ে এক ভদ্রলােক এসেছিলেন যাদের আচরণ ছিল ভীষণ। অস্বাভাবিক। এরই মধ্যে অজ্ঞাত কারণে ডা. পার্সির। নিয়ােগদাতা মি. ব্লেসিংটন আত্মহত্যা করলেন। ডা. ওয়াটসনকে সাথে নিয়ে কাজে নামল হােমস। পারবে কি সে এই রহস্যের সমাধান করতে? খ্যাতিমান গােয়েন্দা শার্লক হােমস আর তার বন্ধু ডা. জন এইচ ওয়াটসনের অসাধারণ চারটি গােয়েন্দা অভিযানের সংকলন দ্য মেমােরিজ অব শার্লক হােমস-১।