Online Update

Keep in touch for online update.

সামনে পরীক্ষা একবার লেখা দশবার পড়ার সমান

 
প্রিয় শিক্ষার্থীরা,শুভেচ্ছা নিও । এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তোমাদের পরবর্তী পড়ালেখা ও ভবিষ্যতের ভালোমন্দ। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সব বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।শিক্ষার্থীর নিরলস প্রচেষ্টা, শিক্ষকম-লীর যথাযথ পাঠদান ও দিকনির্দেশনা এবং অভিভাবকম-লীর সতর্ক দৃষ্টির সমন্বিত প্রয়াসে একজন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। ফাইনাল বা পাবলিক পরীক্ষা মনে করে ভয় পাওয়ার কিছু নেই। পাঠ্যবইয়ের সঙ্গে সমন্বয় রেখে সৃজনশীল ও এমসিকিউসহ সব প্রশ্নোত্তরের জন্য নিজ নিজ শিক্ষকম-লীর পাঠদান ও নির্দেশনার সঙ্গে নিজের মেধানুযায়ী প্রস্তুতি নিলে ভালো ফলাফল করতে পারবে ।একজন পরীক্ষার্থীর মূলত যা যা করণীয় :* সময়ের সঙ্গে গুরুত্ব দিয়ে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে হবে।* বিষয়ভিত্তিক দুর্বলতা চিহ্নিত করে তার সমাধান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে একটু বেশি নজর দিতে হবে।*বানান যাতে ভুল না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সুন্দর হাতের লেখা এবং গতিশীল নির্ভুল লেখার জন্য বেশি করে লেখার অভ্যাস করতে হবে। প্রবাদ আছে একবার লেখা দশবার পড়ার সমান।* সাধু ও চলিত ভাষার মিশ্রণ যেন না ঘটে খেয়াল রাখবে। চলিত ভাষায় উত্তর দেবে।* প্রত্যেককে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন পরীক্ষার রাতে অনেকক্ষণ জেগে থাকতে না হয়। ফলে পরীক্ষার্থী অসুস্থ হয়ে যেতে পারে।* যাতায়াতের সুবিধার জন্য পরীক্ষা কেন্দ্রের সম্ভাব্য কাছে পরীক্ষার্থীর আবাসস্থল হওয়া বাঞ্ছনীয়।তা না হলে যানজট বা অন্য কোন কারণে পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে আসতে বিলম্ব হতে পারে এবং পরীক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারে।* শিক্ষার্থীকে নিয়মিত পড়ালেখার পাশাপাশি আহার, বিশ্যাম ও শারীরিক কোন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শানুযায়ী চিকিৎসা নিয়ে পুরোপরি সুস্থ থাকার চেষ্টা করবে। সর্বদা বিশুদ্ধ পানি পান এবং খোলা, বাসি, নোংরা খাবার হতে বিরত থাকবে।*পরীক্ষার্থীকে পরীক্ষার রুটিন বারবার চেক করে নিতে হতে হবে। কোন অবস্থাতেই যেন ভুল রুটিন লিপিবদ্ধ না থাকে বা ভুল রুটিন স্মৃতিতে ধারণ না করা হয়।* পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে প্রবেশপত্র, যাতায়াত ব্যবস্থা, পরীক্ষা উপকরণ ও অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে বাসা হতে বের হতে হবে।* অপ্রাসঙ্গিক বিষয়বস্তু এড়িয়ে উত্তর যথাসম্ভব সংক্ষিপ্ত করবে।* উত্তরপত্রের একেবারে শেষের পাতায় রাফ করবে,রাফ পৃষ্ঠার ওপর 'রাফ'শব্দটি লিখে দেবে। পরীক্ষা শেষে একটানে রাফ পৃষ্ঠাটি কেটে দেবে।
 
মো.ওয়ালিয়ার রহমান
 

Related Updates